নাইম ইসলাম, গুরুদাসপুর নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জনসমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুদাসপুর উপজেলা, বিএনপির অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে খন্ড খন্ড মিছিলে নিয়ে গুরুদাসপুর বাজার সমাবেশ স্থলে মিলিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
নাটোর জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ও নাটোর ৪ (গুরুদাসপুর – বড়াইগ্রাম) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার যেই স্বপ্ন নিয়ে জিয়াউর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তার বাস্তবায়নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের গণমানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বিশ্বের রোল মডেল।’
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুরুদাসপুরে আয়োজিত আনন্দ র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্যে তিনি আরও বলেন, গণতন্ত্রের যাত্রাকে সফল করতে বাংলাদেশের স্বপক্ষের সব শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে যারা নানাভাবে নিগৃহীত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে দলের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জান্নাত কামনা করছি।
সমাবেশে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক পৌর চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মিজানুল হক ডিউক। তিনি বলেন,
এ সময় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ আহমেদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। তাদের স্লোগানে পুরো উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে।
Leave a Reply