শহিদুল ইসলাম কামারখন্দঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামে প্রেমিকার বাড়িতে এসে বিষপানে আত্মহত্যা করেছেন ফেরদৌস দুর্লভ (দুলু) নামের এক যুবক। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার পতিলা ভাসা এলাকার বাসিন্দা এবং আব্দুর রহমান মাস্টারের ছেলে। বয়স ছিল ২৪ বছর।
জানা গেছে, কামারখন্দের রায়দৌলতপুর ইউনিয়নের এক অনার্স পড়ুয়া তরুণীর সঙ্গে ফেরদৌসের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
এতে মানসিকভাবে ভেঙে পড়ে ফেরদৌস। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মেয়েটির সঙ্গে দেখা করতে চৌবাড়ী গ্রামে আসেন। চৌবাড়ী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসে মোবাইলে মেয়েটির সঙ্গে কথা বলার সময় বিষপান করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে মেয়েটির বাবা ও স্থানীয়রা তাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বর্তমানে মরদেহ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মেয়েটির পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি। এ নিয়ে কথা বলতে গেলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
Leave a Reply