নাইম ইসলাম, গুরুদাসপুর নাটোর প্রতিনিধিঃ
ফুটবল খেলায় তারুণ্যের জাগরণ, মাদকমুক্ত হোক আমাদের জীবন” খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল, এই ম্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরের জামায়াত ইসলামী ও ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে, এক প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে (৫ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৪ ঘটিকায় এ প্রীতি ফুটবল ম্যাচে নাটোর জেলা ফুটবল একাদশ বনাম রাজশাহী বিভাগীয় কাটাখালী ফুটবল টিমের সম্মনয়ে এক আনন্দ ঘন খেলা উপহার হিসেবে পেয়েছে নাজিরপুরবাসী ।
উক্ত প্রীতি ম্যাচে,১ নং নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির ও জামায়াতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, হামিদুর রহমান সবুজের সভাপতিত্বে , অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর, নাটোর ৪ ( গুরুদাসপুর – বড়াইগ্রাম) মনোনীত এমপি প্রার্থী ও নাটোর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওঃ মোঃ আব্দুল হাকিম, এবং উপজেলা জামায়াতের, আব্দুল আলিম ও শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।
উক্ত দুই দলের টানটান উত্তেজনায় প্রথম আর্ধের খেলায় ১-১ গোলে সমাচিত হয়, দ্বিতীয় আর্ধের খেলায় কোন গোল না হওয়ায় পরে টাইফিগারে ৫-৪গোলে৷ রাজশাহীর কাটাখালি চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply