1. admin@kholabarta.com : admin :
নববর্ষে নব হরষে খোলা বার্তা'র শুভেচ্ছা - খোলা বার্তা
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

নববর্ষে নব হরষে খোলা বার্তা’র শুভেচ্ছা

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩২ Time View

সবাইকে নিরবিচ্ছিন্ন অনন্ত শুভেচ্ছা!
আজ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। বাঙালির প্রাতঃস্মরণীয় দিন। এই দিনের বন্দনায় বাঙালি কবি সাহিত্যিক গীতিকার শিল্পী নিজ নিজ আবেগ অনুভুতি ও সৃষ্টি শৈলী দিয়ে বিশেষভাবে দিনটিকে বরণ করে থাকেন। প্রকৃতিও মোহনীয় নিটোল ভঙ্গিমায় যেন জানান দেয় আজ নতুন বছরের শুরু। চারদিকে নতুনেরে বরণের সুর সুধা গন্ধ।

স্বল্প সামর্থের লোকেরাও নতুন কিংবা একটু চটকদার পোশাকে নিজেকে সাজায়। খাবারেও আসে সাধ্যমত বৈচিত্র্য। আর সামর্থবানদের তো কথাই নেই। তারা যেন পারে তো স্বর্গের অপ্সরীকেও মোহিত করার মত সাজ সজ্জা, রাজকীয় বিলাশের বাহার নিয়ে মেতে ওঠে। দোকানিরা দোকান সাজায়, গৃহিণীরা গৃহ- সংসার সাজায়, শিশুরা মেতে ওঠে বৈশাখী মেলায় নানা রঙ বেরঙের খেলনা আর চিনির হাতি ঘোড়া বাঘ ভালুকের সাঁজ, জিলাপি মিষ্টান্ন নিয়ে। শুভ হালখাতা লেখা ঝালর আর রঙিন বেলুনে সেজে হাট- বাজার মহিত করে কিছু কিছু দোকান পাট বিপনী বিতান।

নানা নামে নানান স্থানে বসে চিরায়ত বৈশাখী মেলা।
নাগরদোলা, বাইস্কোপ, লাঠিবারি খেলা, লটারি, বেলুন, ঘুড়ি, মাটির তৈরি নানা সম্ভার, বিভিন্ন পসরা সজ্জিত চুড়ি মালাসহ বালিকা বধূ সাজের আয়োজন , গৃহস্থালি নিত্য ব্যবহার্য পন্যের দোকানসহ তালপাতার বাঁশির আওয়াজে মুখরিত প্রান্তর।
রাখাল তার সখের গরু ছাগল সাজায়, গলায় পড়ায় গাঁদা ফুল কিংবা কাগজের ফুলের কারুকাজের মালা। গ্রাম ও শহরের রান্নাঘর থেকে বাতাসে ভেসে আসে নানা পদের লোভনীয় খাবারের ঘ্রাণ। ঢং করে হলেও একদিনের জন্য বাঙালিত্ব জেগে ওঠা তথাকথিত কালচারাল পরিবারে এদিনে এমপ্লিফায়ারে বাজে বাছাই বাছাই বাংলা গান।

কিশোরী, তরুণীরা পাল্লা দিয়ে সাজে আর গৃহস্তেরা ব্যস্ত হয়ে পড়েন নিজ নিজ অতিথি আপ্যায়নের কাজে।
পত্র পত্রিকাগুলো বের করে আকর্ষণীয় ক্রোড়পত্র। বছরে এইদিনে একদিনের জন্য হলেও বাংলাকে উদ্ধার করার জন্য অভ্যাসহীন কলমকে বেদম কাজে লাগান কতিপয় কবি লেখক বন্ধুরা।

উদীয়মান সম্ভবনাময় তরুণেরা প্রকাশ করে অপটু হাতের লেখায় নির্জলা প্রেমে অন্তরের অর্ঘ ঢেলে নানা রকমের সাহিত্য সাময়িকী- কবিতা কণিকা…।

যেমন পরম প্রেমে শত প্রতিবন্ধকতার যুদ্ধে নেমে সাফল্য গাঁথায় আজকের অকুতোভয় প্রকাশ ” খোলা বার্তা অনলাইন “, একটি সাহসী পদক্ষেপের সংবাদ মাধ্যম। প্রার্থনা করি একদিন যেন সমগ্র বিশ্বের ঠাঁই হয় এই খোলা বার্তার বুকে ; সমগ্র বিশ্বে যেন এই অনলাইন সংবাদ মাধ্যম পরিচিত হয় দৃঢ় মর্যাদায়।
——সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
খোলা বার্তা অনলাইন সংরক্ষণ ২০২৪
Design & Developed BY: BD IT HOST