1. admin@kholabarta.com : admin :
পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন - খোলা বার্তা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের পাইকোশা বাজারে ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাকে উদ্দেশ্যমূলক ও মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে পাইকোশা বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর পাইকোশা ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তাদের পরিবারের কেউ সম্পৃক্ত নয়। অথচ পরিকল্পিতভাবে তাদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করে সামাজিক ও আইনগতভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাতাল মালিক আব্দুর রশিদ প্রতিশোধ পরায়ণ হয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। স্থানীয়ভাবে শালিসে বিরোধ নিষ্পত্তি হলেও তিনি রাস্তার সামনের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এমনকি পূর্বে ট্রাকযোগে মাটি ভরাট করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন। এবার ভয়ভীতি দেখাতে মিথ্যা মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চাতাল ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেছিলেন রেজাউল নামের এক ব্যবসায়ী। তিনি প্রায় তিন লাখ টাকা জামানত ও মিটার বাবদ প্রদান করেন। ব্যবসা ভালো চলতে থাকলে চাতালের নৈশপ্রহরী সরোয়ার বারবার হুমকি দেন। ঘটনার আগের রাতেও তিনি রেজাউলকে হুমকি দিয়ে বলেন, সকালে বড় ধরনের ক্ষতি হবে। পরদিনই অগ্নিকাণ্ড ঘটে।
ভুক্তভোগী পরিবার দাবি করে- গ্রামের বিভিন্ন ব্যক্তি, ভাড়াটিয়া ব্যবসায়ী রেজাউল ও নৈশপ্রহরী সরোয়ারের সাক্ষ্য নিলেই প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।
তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
খোলা বার্তা অনলাইন সংরক্ষণ ২০২৪
Design & Developed BY: BD IT HOST