1. admin@kholabarta.com : admin :
বাঘায় দুই সন্তানের জননীর আত্মহত্যা  - খোলা বার্তা
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

বাঘায় দুই সন্তানের জননীর আত্মহত্যা 

  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনার খবর পাওয়া গেছে। মঙ্গলবার(২৩ জুলাই ) রাত সাড়ে ১০ টায় দিকে নিজ বাড়ীতে আত্বহত‍্যা করেন। সে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া নতুনপাড়া এলাকার সাজেদুল ইসলামের স্ত্রী শিউলি বেগম(৩২)। মৃত শিউলি বেগম ১ বছর ও ১০ বছর বয়সের দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানায়,মঙ্গলবার (২৩জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে রশি বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা চেষ্টা করে শিউলি বেগম। তার স্বামীর বাড়ির লোকজন গলার রশি কেটে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রাজশাহী মেডিকেলে হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল হাসপাতালে মৃত‍্যুবরণ করেন। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

 

এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বুধবার (২৪ জুলাই ) একটি ইউডি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
খোলা বার্তা অনলাইন সংরক্ষণ ২০২৪
Design & Developed BY: BD IT HOST