রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যাক্রমের উদ্বোধন করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউপি প্রশাসক শরিফুল ইসলাম।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সচিব মাহবুবুর রহমান, ট্যাগ অফিসার শরিফুল ইসলাম, ইউপি হিসাব সহকারী আরিফিন ইসলাম সবুজসহ আরো অনেকে।
এ সময় চান্দাইকোনা ইউনিয়নের ৩৭৩ জন অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবির কার্ড বিতরণ করা হয়।
Leave a Reply