1. admin@kholabarta.com : admin :
রায়গঞ্জে নও মুসলিম বৃদ্ধের রহস্যজনক মৃত্যু - খোলা বার্তা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

রায়গঞ্জে নও মুসলিম বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুকুল নামে ৬০ বছর বয়সী এক নও মুসলিম বৃদ্ধের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামে নিজ বাড়ী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নও মুসলিম পরিবারের দাবি বাড়ীর পাশে কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আর এলাকাবাসীর দাবি নিজেদের আড়াল করতে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নও মুসলিম মুকুলের স্ত্রী গোলকজান ও তাঁর ছেলে আলমগীর হোসেন কে থানা হেফাজতে নিয়েছে পুলিশ ।

এলাকাবাসী জানায়, উপজেলার ঘুড়কা গ্রাম থেকে প্রায় বিশ বছর আগে মুকুল হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মৃত আব্দুল গণি এর মেয়ে গোলকজান কে বিয়ে করে। এ অবস্থায় গোলকজান ও নও মুসলিম মুকুল সংসার করে আসছিল।

অন্যান্য দিনের মত শুক্রবার রাতে খাওয়া শেষে ঘরে ঘুমিয়ে পড়ে তারা। রাতে কাঁঠাল গাছের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ভোর রাতে প্রচার চালায় তাঁর ছেলে আলমগীর হোসেন। এলাকার লোকজন এসে মুকুলকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী গোলকজান ও ছেলে আলমগীর হোসেনকে থানায় আনা হয়। আলমগীরের দাবি তার বাবা আত্মহত্যা করেছে। তবে এলাকাবাসীর দাবি মুকুলকে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ঐ বৃদ্ধের ছেলে আলমগীর হোসেন ও স্ত্রী গোলকজান কে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
খোলা বার্তা অনলাইন সংরক্ষণ ২০২৪
Design & Developed BY: BD IT HOST