রায়গঞ্জ প্রতিনিধি:
জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ৪২ সদস্যের সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে।
এতে মুহা. নুরুল ইসলাম উজ্জলকে আহ্বায়ক, মো. বেল্লাল হোসেন সবুজকে সদস্য সচিব এবং মেহেদী হাসানকে মুখ্য সংগঠক মনোনীত করা হয়েছে।
জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেনের গত ১৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৪২ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মতৎপরতা বিবেচনায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মুহা. নুরুল ইসলাম উজ্জলকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেন।
এ দিকে জাতীয় যুব শক্তির সদ্য অনুমোদিত জেলা আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। তাদের মতে, দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব ঘোষণায় জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
বিশেষ করে আহ্বায়কের নেতৃত্বে যুব শক্তি জেলায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply