1. admin@kholabarta.com : admin :
গুরুদাসপুরে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও সহায়তা সামগ্রী বিতরণ - খোলা বার্তা
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

গুরুদাসপুরে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও সহায়তা সামগ্রী বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮৩ Time View

নাইম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে দুঃস্থ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন, অ্যাসিস্টিভ ডিভাইস, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশলী শামীম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ।

স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “সরকার চায় কেউ যেন অসহায় অবস্থায় না থাকে। সেলাই মেশিন নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তা করবে, আর অ্যাসিস্টিভ ডিভাইস ও নগদ অর্থ প্রতিবন্ধী ও অসহায়দের জীবনযাত্রায় পরিবর্তন আনবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সুবিধাভোগীদের মাঝে প্রায় ৫০টি সেলাই মেশিন, ২০টি হুইলচেয়ারসহ অন্যান্য সহায়ক উপকরণ, ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান , সমাজসেবা কর্মকর্তা ,চলবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাস, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
খোলা বার্তা অনলাইন সংরক্ষণ ২০২৪
Design & Developed BY: BD IT HOST