1. admin@kholabarta.com : admin :
গাইবান্ধায় বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করলে ডিসি - খোলা বার্তা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করলে ডিসি

  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ Time View

গাইবান্ধা সদর প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া চরাঞ্চলে মঙ্গলবার দুপুরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইসিটি, ভূমিসহ বহুমুখী নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

গাইবান্ধা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি আঃ করিম,এনসিপি নেতা দিবস।

এছাড়াও ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল করিম, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী বাবলু মিয়া,প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত, সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ, সিনিয়র মৎস্য অফিসার মারজান সরকার, উপ-সহকারী প্রকৌশলী জুবায়ের রহমানসহ জেলা উপজেলার কর্মকর্তা ও সদর উপজেলার সকল চেয়ারম্যানবৃন্দ।

চরাঞ্চলের মানুষের সকল সেবা নিশ্চিত করণের লক্ষ্যে কেবলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্যা আশ্রয়কেন্দ্র কুন্দেরপাড়া স্বাস্থ্য সেবা কেন্দ্র, ভূমি সেবা কেন্দ্র এবং ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের ফলে চর এলাকার মানুষজন তাদের জীবনকে আরও একধাপ এগিয়ে নিতে পারবে বলে মনে করেন সচেতনমহল। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
খোলা বার্তা অনলাইন সংরক্ষণ ২০২৪
Design & Developed BY: BD IT HOST