নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া-০৪ আসনের সাবেক এমপি মোশারফ হোসেনের ডাকে নন্দীগ্রামে উপজেলা কৃষক দলের আনন্দ মিছিল এবং নেতাকর্মীদের গণজোয়ারে পরিণত হয়েছে।নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকে নন্দীগ্রাম উপজেলার কৃষক দলের নেতা কর্মীরা। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়। র্যালিতে প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা নন্দীগ্রাম উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিতে উপজেলা কৃষক দল, পৌর কৃষকদল, ইউনিয়ন কৃষকদল সহ নেতাকর্মীরা এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
সেই সময় উপস্থিত ছিলেন: নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু, নন্দীগ্রাম উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মুকুল, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ রাজিব সহ কৃষকদলে বিভিন্ন এলাকার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply