নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে এক যুগেরও বেশি সময় পার হলেও নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে নির্বাচন না দেওয়ার প্রতিবাদে এবং মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আগামী সাত দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকারের চেম্বারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে অ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার অভিযোগ করেন, কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে নতুন কমিটি গঠনের জন্য বারবার দাবি জানানো হলেও বর্তমান কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, গঠনতন্ত্রবিহীন ও অনিয়মতান্ত্রিকভাবে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে প্রেসক্লাব পরিচালনা করা হচ্ছে। এভাবে এক যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের বেলকুচি উপজেলা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান প্রেসক্লাবটিকে কুক্ষিগত করে রেখেছেন। তাকে ঘিরে স্থানীয়ভাবে নানা গুঞ্জন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার সাত দিনের মধ্যে বর্তমান কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।
উল্লেখ্য, সাইদুর রহমান সম্প্রতি পর্যন্ত বেলকুচি উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply