
নাইম ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরের একঝাক তরুন ও প্রবীণ সাংবাদিকদের আদি সংগঠন চলনবিল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে চলনবিল প্রেসক্লাব কার্যালয়ে ১৩তম ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবগঠিত কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হন কালেরকন্ঠ প্রতিনিধি এমএম আলী আক্কাছ। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সমকাল ও এনটিভি অনলাইনের নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির জালাল উদ্দিন। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএম মজিবুর রহমান মজনু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও জালাল উদ্দিন শুক্তি। ঐতিহাসিক এ প্রেসক্লাবের ২৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Leave a Reply