1. admin@kholabarta.com : admin :
গুরুতর আহত অভিনেত্রী সুনেরাহ - খোলা বার্তা
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

গুরুতর আহত অভিনেত্রী সুনেরাহ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি, এসময় হঠাৎ শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডে আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পান।
সংবাদ মাধ্যমকে সুনেরাহ বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম, ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই।’

তার ভাষায়, ‘দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন খুব একটা ব্যথা করেনি কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।’

আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি: কী বললেন নুসরাত ফারিয়া?

তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, এখনো সঠিকভাবে বলতে পারছেন না অভিনেত্রী।

আরও পড়ুন: ক্যানোলা হাতে ছেলেকে আগলে হাসপাতালের বেডে পরীমণি

২০১১ সালে র‌্যাম্প মডেলিং শুরু করেন তিনি। এছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’-এর মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
খোলা বার্তা অনলাইন সংরক্ষণ ২০২৪
Design & Developed BY: BD IT HOST