রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে ওজু খানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের নামাজ খানা চত্বরে জেলা বিএনপি’র উপদেষ্টা ইঞ্জি. মো. কামাল হোসেনের অর্থায়নে এ ওজু খানা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যালয়টির সভাপতি মো. রোম বাদশা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ পৌর যুব দলের আহবায়ক মো. বোরহান উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদির, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, জেকে মান্নান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ বিদ্যলায়টির অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে রায়গঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর মো. লিয়াকত আলী এক দোয়া পরিচালনা করেন।
Leave a Reply