স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোদলা দিগর এলাকায় বগুড়ার চিকিৎসা প্রতিষ্ঠান সেফ লাইফ হসপিটালের উদ্যোগে গরিব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে সেফ লাইফ হসপিটালের পরিচালক মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বাদশা ফাহাদ আব্বাসী।
এ সময় উপস্থিত ছিলেন সেভ লাইফ হসপিটালের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল সরকার, ১ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি শামীম আকন্দ, হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির, চান্দাইকোনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন সরকার, কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ সামু সেখ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা পত্রসহ ঔষধ বিতরণ করা হয়।
Leave a Reply